You have reached your daily news limit

Please log in to continue


কানাডায় ছুরি হামলা: দ্বিতীয় সন্দেহভাজনেরও মৃত্যু

কানাডায় ছুরি হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন মাইলস স্যান্ডারসনেরও মৃত্যু হয়েছে। ঘটনার কয়েক দিন পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর মাইলস অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়। এর আগে প্রথম সন্দেহভাজন ডেমিন স্যান্ডারসনের মরদেহ উদ্ধার করা হয়। রয়র্টাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মাইলস স্যান্ডারসন ও ডেমিন স্যান্ডারসন দুই ভাই। সাসকাচুয়ানের ফার্স্ট নেশন পল্লীতে পৈশাচিক হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে বলে সন্দেহ করা হয়।

সাসকাচুয়ান প্রদেশের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, জেমস স্মিথ ক্রি নেশন ও ওয়েলডনে হামলার ঘটনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের শহর রোস্টারনের কাছে মাইলস স্যান্ডারসনকে পাওয়া যায়।

আরসিএমপি সাসকাটুন পুলিশ সার্ভিস ও সাসকাচুয়ান ইনসিডেন্ট রেসপন্স টিমকে ঘটনার আশেপাশের পরিস্থিতিতে স্বাধীন ও বাহ্যিক তদন্ত পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়েছে, তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোতে পুলিশের উপস্থিতি অব্যাহত থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন