টিকটকে নিরাপত্তা ত্রুটি ঝুঁকিতে শতকোটি ব্যবহারকারী
স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি (বাগ) শনাক্ত করেছে মাইক্রোসফট। টিকটকের অ্যান্ড্রয়েড অ্যাপে শনাক্ত হওয়া ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা অনায়াসে ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ কবজা করতে পারে। টিকটকের অ্যান্ড্রয়েড অ্যাপের সব সংস্করণেই এই নিরাপত্তা দুর্বলতার উপস্থিতি শনাক্ত করেছে মাইক্রোসফট। মূলত টিকটক অ্যাপে জাভাস্ট্ক্রিপ্টনির্ভর বিভিন্ন ইন্টারফেস এ সমস্যার সঙ্গে সংশ্নিষ্ট। আর জাভাস্ট্ক্রিপ্ট সংশ্নিষ্ট দুর্বলতা থেকেই এ ত্রুটি দেখা দিয়েছে। টিকটকের অ্যান্ড্রয়েড অ্যাপ বিশ্বজুড়ে ১৫০ কোটিরও বেশিবার ইনস্টল করেছেন ব্যবহারকারীরা। মাইক্রোসফট ঝুঁকিপূর্ণ এ ত্রুটি শনাক্ত করার পরপরই তা সমাধান করেছে টিকটক। অ্যাপটির এই ত্রুটির অপব্যবহার হয়েছে এমন কোনো প্রমাণ পায়নি মাইক্রোসফট। ফেব্রুয়ারিতে সমস্যাটি প্রকাশ পাওয়ার পরপরই এর সমাধান আনে টিকটক।
মাইক্রোসফটের নিরাপত্তা দল টিকটক অ্যাপে বশ কয়েকটি সমস্যা চিহ্নিত করে। এর মধ্যে একটি সমস্যার কারণে বিশেষ ধরনের লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট অন্যের নিয়ন্ত্রণে চলে যাওয়ার শঙ্কা ছিল। আর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারলে হ্যাকার চক্রের হাতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, গোপন ভিডিও, বার্তাসহ সবকিছুই চলে যেতে পারে। এতে করে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে আক্রান্ত ব্যবহারকারী। নিজেদের সিকিউরিটি ব্লগে এ সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছে মাইক্রোসফট। ওই ব্লগ পোস্টে বলা হয়েছে, আক্রান্ত অ্যাকাউন্টগুলোর প্রোফাইল ও অন্যান্য স্পর্শকাতর তথ্য চাইলে পাল্টে দিতে পারে আক্রমণকারী। এটি অত্যন্ত বিপজ্জনক। ত্রুটিমুক্ত থাকতে টিকটকের অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের অ্যাপটির সর্বশেষ সংস্করণে হালনাগাদ করার পরামর্শ দিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নিরাপত্তা ঝুঁকি
- টিকটক