You have reached your daily news limit

Please log in to continue


আত্মবিশ্বাস থেকেই এমন জয়: শানাকা

সুপার ফোরে টানা দুই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে শ্রীলংকা। দলটির মাঠের পারফরমেন্স চোখে পড়ার মতো। সুপার ফোরে আফগানিস্তান ও শক্তিশালী ভারতের বিপক্ষে যেভাবে জিতেছে, তাতে প্রশংসায় ভাসছে লংকানরা।
দলের ক্রিকেটাররা এখন দারুণ আত্মবিশ্বাসী বলেই এমন জয় সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা।

গতরাতে ভারতের বিপক্ষে দারুণ এক জয়ের পর শানাকা জানান, ছেলেরা এতটাই আত্মবিশ্বাসী যে, আমরা কঠিন ম্যাচও জিতে চলেছি। যেকোনো পরিস্থিতিতে জয় পেতে মরিয়া ছেলেরা।

আফগানিস্তানে কাছে হার দিয়ে এশিয়া কাপ শুরু হয়েছিলো শ্রীলংকার। ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে অলআউট হয় লংকানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে সুপার ফোরে উঠে শ্রীলংকা। বাংলাদেশের ছুড়ে দেয়া ১৮৪ রানের টার্গেট স্পর্শ করে ২ উইকেটে ম্যাচ জিতে লংকানরা।

সুপার ফোরের দুই ম্যাচেও বড় টার্গেট স্পর্শ করে ম্যাচ জেতে শ্রীলংকা। আফগানিস্তানের বিপক্ষে ১৭৬ ও ভারতের বিপক্ষে ১৭৪ রানের টার্গেট স্পর্শ করে লংকানরা। এবারের এশিয়া কাপে টানা তিন ম্যাচে বড় টার্গেট স্পর্শ করে ম্যাচ জেতার কীর্তি গড়েছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন