![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-09%252F96784894-adf6-488f-811e-537f30c5a48b%252Ftuchel.jpg%3Frect%3D0%252C0%252C3938%252C2215%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
কিছুই ঠিক নেই চেলসির
প্রথম আলো
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৫
দলবদলের বাজারে এবার কাঁড়ি কাঁড়ি অর্থ ঢেলেছে চেলসি। স্কোয়াড শক্তিশালী করতে খরচ করেছে ২৫ কোটি ৫০ লাখ ইউরো। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোনো ক্লাব দলবদলের এক মৌসুমে এত টাকা খরচ করেনি। এর মধ্যে শুধু রক্ষণভাগেই ১৬ কোটি ৩০ লাখ ইউরো ঢেলেছে চেলসি। কিন্তু এত কিছু করেও চেলসিতে নিজের শততম ম্যাচ জয়ে রাঙাতে পারেননি কোচ টমাস টুখেল। চ্যাম্পিয়নস লিগে ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের মাঠে ১-০ গোলে হেরেছে টমাস টুখেলের দল।
চলতি মৌসুমে রক্ষণভাগে এত টাকা খরচ করার পরও উন্নতির ছাপ নেই। প্রিমিয়ার লিগে এভারটনে বিপক্ষে ম্যাচটা বাদ দিলে প্রতি ম্যাচেই গোল হজম করেছে চেলসি। চ্যাম্পিয়নস লিগেও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে শুরুতেই গোল খেয়েছে টুখেলের দল।