You have reached your daily news limit

Please log in to continue


বলিউডে এবার সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান

সব্যসাচী মুখোপাধ্যায় থেকে মণীশ মালহোত্রা- দেশের নামী-দামী ডিজাইনারের পোশাকে মার্জার সরণীতে হেঁটেছেন রোহমান। এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। গ্ল্যামার দুনিয়ায় প্রায় এক দশক আগে পা রেখেছেন সুস্মিতা সেনের প্রাক্তন প্রেমিক রোহমান শল। বলিউডে আত্মপ্রকাশ হচ্ছে তার।

তিনি জানান, ‘সুপরিচিত হওয়ার পর মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের অফারও আসতে থাকে। তবে অভিনয় আমাকে কোনওদিন টানেনি, তাই একাধিক অফার ফিরিয়েছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে হবে। তাই এবার অভিনয়ে মন দিতে চাই। যে চিত্রনাট্য আমাকে টানবে শুধু তেমন কাজই করব। অভিনেতা হিসেবে আমাকে অনেক কিছু শিখতে হবে, তবে ক্যামেরার সামনে আমি সাবলীল'। ২০১৭ সালে মুম্বাইয়ে পা রেখেছিলেন রোহমান। সেই সময় তিনি মনে করতেন, অভিনয়টা তার দ্বারা হবে না’।

এমনকি একটি ছবির জন্য অডিশনও দিয়েছিলেন তিনি। এই সুপারমডেলের কথায়, ‘আমি একটা ছবির জন্য অডিশন দিয়েছিলাম। সেই ছবির জন্য আমাকে নির্বাচিত করা হয়েছিল। আমি ওই ছবির নাম নিচ্ছি না। তবে সেই বিগ বাজেট ছবি থেকে আমাকে একমাস পরে ছেঁটে ফেলা হয়। এটা এত বছর পর এখন মুক্তি পেতে চলেছে। ওটা আমার কাছে বড় ধাক্কা ছিল’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন