টবের গাছে বেশি লেবু ফলাতে কী করবেন?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০
টবের গাছ থেকে লেবু ছিঁড়ে গরম ভাতের সঙ্গে খেতে পারলে কেমন হয়? খুব সহজে টবেই ফলাতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ লেবু। জেনে নিন টবের লেবু গাছে ভালো ফলন পেতে চাইলে কী করবেন এবং কী করবেন না।
লেবুর বীজ থেকে চারা তৈরি করতে পারেন। তবে সাধারণত এ ধরনের গাছ থেকে লেবু পেতে অনেক দেরি হয়। নার্সারি থেকে গ্র্যাফটিং চারা কিনে আনাটাই সবচেয়ে ভালো এক্ষেত্রে।
কমপক্ষে ১৪ ইঞ্চি টব বা কন্টেইনারে লেবুর চারা লাগাবেন। এর চাইতে বড় হলে আরও ভালো হয়। ছোট টবে লেবু গাছ ঠিক মতো বাড়তে পারে না। প্লাস্টিক বা মাটির টবে লাগাতে পারেন গাছ। চাইলে বড় আকৃতির ড্রামও বেছে নিতে পারেন। তবে টবের নিচে যেন বাড়তি পানি যাওয়ার জন্য ছিদ্র থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি।
৪০ শতাংশ মাটি, ৪০ শতাংশ কোকোপিট ও ২০ শতাংশ জৈব সার একসঙ্গে মিশিয়ে তৈরি করুন মাটি। মুঠো ভর্তি হাড়ের গুঁড়া মিশিয়ে দেবেন মাটিতে।
- ট্যাগ:
- লাইফ
- টবের গাছ
- গাছ লাগানো