কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়, কিন্তু এ রকম হাই লেভেল ভিজিট সম্ভব নয়

প্রথম আলো পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের শেষ মুহূর্তে না যাওয়ার বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়, কিন্তু এ রকম হাই লেভেল ভিজিট করা সম্ভব নয়।


আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, তখন সব সময় সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁর সফরসঙ্গী হন না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী কিছুটা অসুস্থ, সে কারণেই তিনি যাননি। প্রশ্ন করতে পারেন, তাহলে উনি গতকাল অফিসে গেলেন কীভাবে? কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়, কিন্তু এ রকম হাই লেভেল ভিজিট করা সম্ভব নয়।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সকালে চার দিনের সফরে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী দল থেকে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ নিয়ে নানা আলোচনা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও