![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdinaj-1-20220906163634.jpg)
কৃষিকাজে ব্যবহার উপযোগী ড্রোন তৈরি করলেন দিনাজপুরের সবুজ
কৃষিকাজে ব্যবহার উপযোগী ড্রোন তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন দিনাজপুরের ছেলে সবুজ সরদার (১৮)। এ ড্রোন দিয়ে ফসলের ক্ষেত, বাগান বা পুকুরে সার, বীজ বা মাছের খাবার ছিটানো ও কীটনাশক স্প্রেসহ বিভিন্ন কাজ করা যায়। নতুন উদ্ভাবন দেখতে প্রতিদিন তার বাড়িতে অসংখ্য মানুষ ভিড় করছেন।
এরআগে একটি বিমান তৈরি করে আকাশে উড়িয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি করেছিলেন সবুজ। সবুজ সরদারের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের পলি শিবনগর গ্রামে। তার বাবা একরামুল সরদার পেশায় একজন ভ্যানচালক।
রিমোটের সাহায্যে এবং জিপিএসের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় সবুজের তৈরি ড্রোনটি। তিনি এর নাম দিয়েছেন ‘কিষানি ড্রোন’। ড্রোনটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। সবুজ সরদার ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পাস করেন। পরে দিনাজপুর উত্তরণ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তড়িৎ প্রকৌশল বিভাগে ভর্তি হন। কিন্তু অর্থের অভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি সবুজ। গ্রামের মোড়ে একটি দোকানে মোবাইলের মেকানিকের কাজ শুরু করেন। এর পরপরই তার উদ্ভাবনের নেশা চেপে বসে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ড্রোন
- ডেলিভারি ড্রোন
- কৃষিকাজ