কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেনীতে সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, থানায় অভিযোগ

জাগো নিউজ ২৪ পরশুরাম প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৬

ফেনীর পরশুরামে কয়েকদিন ধরে একটি প্রতারক চক্র সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ভাতাভোগীদের ফোন করে তাদের মোবাইল ব্যাংকিংয়ের গোপন পিন নম্বর চাচ্ছে। তাদের বিশ্বাস করে অনেক ভাতাভোগী গোপন পিন নম্বর দিয়ে প্রতারণার শিকার হয়েছেন। গত ১৫ দিনে উপজেলার প্রায় অর্ধশতাধিক ভাগাভোগীর টাকা এভাবে তুলে নিয়েছে প্রতারক চক্র। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাটাগরির ভাতাভোগীরা ছয় মাস পর পর নিজেদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার টাকা পাচ্ছেন।


এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাতাভোগীরা উপজেলা সমাজসেবা অফিসে বিষয়টি জানালে সমাজ সেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেন রোববার (৪ সেপ্টেম্বর) পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ভাতাভোগীদের সচেতন করতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে এলাকায় এলাকায় মাইকিং করা হয়েছে। পরশুরাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ভাতাভোগীদের মোবাইল নম্বরে ফোন করে তাদের গোপন পিন নম্বরসহ বিভিন্ন তথ্য জানতে চাইছে একটি প্রতারক চক্র। গত কয়েকদিনে অর্ধশতজনের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও