কানাডায় সাসকাচুয়ানে ছুরি হামলার ১ সন্দেহভাজনের মরদেহ উদ্ধার
গতকাল সোমবার কানাডার মধ্যাঞ্চলীয় সাসকাচুয়ান প্রদেশের জেমস স্মিথ ক্রি নেশন ও এর পার্শ্ববর্তী ওয়েলডন শহরের ১৩ স্থানে ছুরিকাঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮ জন। এই ঘটনার সন্দেহভাজন ২ ব্যক্তির ১ জনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ।
আজ বার্তা সংস্থা রয়টার্স পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অপর সন্দেহভাজন ব্যক্তি খুব সম্ভবত আহত হয়েছেন এবং এখনও পলাতক আছেন।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
১০ জনকে হত্যা ও ১৮ জনকে আহত করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ২ ভাই ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) ও মাইলস স্যান্ডারসনের (৩০)। এই ঘটনায় সাসকাচুয়ানের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। দেশটিতে এ ধরনের সহিংসতার ঘটনা খুবই দুর্লভ।
১০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা হত্যাকারীদের খুঁজে বের করার অভিযানে অংশ নেন। সোমবার জেমস স্মিথ ক্রি নেশনের একটি ঘাসে আচ্ছাদিত এলাকায় ড্যামিয়েন স্যান্ডারসনের মরদেহ খুঁজে পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভাই মাইলসের হাতেই তিনি প্রাণ হারিয়েছেন। এর আগেও সহিংস অপরাধের জন্য পুলিশ মাইলসকে খুঁজছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মরদেহ উদ্ধার
- সন্দেহভাজন