ইউএস ওপেন থেকে নাদালকে বিদায় করে দিলেন অখ্যাত টিয়াফো

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৮

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে  বড় অঘটনের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রে ফ্রান্সিস টিয়াফো। কিংবদন্তি রায়ায়েল নাদালকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছেন তিনি।


সোমবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা নাদালকে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে দেন ২৬ নম্বরে থাকা টিয়াফো।


তুমুল সাড়া ফেলা এই জয়ের পর আবেগে কেঁদে ফেলেন তিনি। জানান এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়, 'আমি জানি না কী বলব, আমি উচ্ছ্বসিত, আমার চোখে জল এসে গেছে।'


এই ম্যাচের আগে টেনিস দুনিয়ায় নামডাক ছিল না টিয়াফোর। কিন্তু নাদালকে হারিয়ে তিনি এখন পুরো দুনিয়ার খবরের শিরোনাম। ২৪ বছর বয়েসে টিয়াফো ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদালকে হারিয়ে নতুন তারকা হওয়ার আভাস দিয়ে দিলেন।


এই বছর দারুণ ছন্দে ছিলেন স্প্যানিশ তারকা নাদাল। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে এই ম্যাচে আগে জিতেছেন টানা ১৭ ম্যাচ। অস্ট্রেলিয়ান ও ও ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জেতার পর চোটের কারণে উইম্বলডন সেমি-ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নাদাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও