You have reached your daily news limit

Please log in to continue


এক মঞ্চে আসছে নগর বাউল, অর্থহীন ও আর্টসেল

ঢাকায় এক মঞ্চে গাইবে দেশের জনপ্রিয় তিন ব্যান্ড নগর বাউল, অর্থহীন ও আর্টসেল।

দীর্ঘদিন পর রক ও মেটাল ঘরানার এই তিন ব্যান্ডকে নিয়ে সিক্স বেইজ কমিউকিনেশনস আয়োজিত এ কনসার্ট হবে আগামী ১৬ সেপ্টেম্বর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, 'হেডব্যাঙ্গার্স প্যারাডাইস' কনসার্টের দ্বিতীয় পর্ব এটি। এর আগে প্রথম পর্ব হয় বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রামের দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে সেই কনসার্ট।

এবারের কনসার্ট হবে ঢাকার বসুন্ধরা আইসিবি হল-৪ এ। বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সংগীতের এ আয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন