You have reached your daily news limit

Please log in to continue


শ্রীরামের মতামত নিয়েই চূড়ান্ত হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড

এক সপ্তাহেরর ছুটি শেষে চলতি সেপ্টেম্বরের ১১-১২ তারিখ থেকে আবার অনুশীলন শুরু হবে টাইগারদের। ধারণা করা হচ্ছে সেটা মূলতঃ নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় তিনজাতি আসরের জন্য। আগেই জানা হয়ে গেছে যে, নিউজিল্যান্ড সফরে তিনজাতি আসর আর টি টোয়েন্টি বিশ্বকাপে দল চূড়ান্ত করার আগে জাতীয় দলের ভেতরের এবং কাছাকাছি থাকা বাইরের কিছু ক্রিকেটারকে খুঁটিয়ে দেখতে চেয়েছেন শ্রীধরন শ্রীরাম।

তাই ওই প্র্যাকটিস সেশনে অন্তত তিনদিন নেটে ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং পাখির চোখে পরখ করবেন জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার। আজই জানা গেছে, সেই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান। টাইগার টি-টোয়েন্টি আর টেস্ট ক্যাপ্টেন তখন দেশেই থাকবেন না। সিপিএল খেলতে থাকবেন ওয়েস্ট ইন্ডিজে।

সে লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার মধ্যরাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। সেখান থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাড়ি জমাবেন তিনি। সাকিব না থাকলেও আরও জনা কুড়ি-পঁচিশেক ক্রিকেটারকে খুব কাছ থেকে পরখ করবেন শ্রীরাম। নির্বাচক আব্দুর রাজ্জাক আজ জানিয়ে দিলেন কেন ও কী কারণে শ্রীরাম জাতীয় দলের ভেতরে ও আশপাশে থাকার ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখতে চেয়েছেন? রাজ্জাক জানান, জাতীয় দল ও তার আশপাশে থাকা ক্রিকেটারদের কার কি অবস্থা? তা দেখতে চেয়েছেন শ্রীরাম। রাজ্জাক যোগ করেন, ‘একেক জনের সিস্টেমটা একেক রকম হয়ে থাকে।

তিনি মনে করছেন দেখার দরকার, যে কারণে আমাদের (নির্বাচকদের) আসলে কোন আপত্তি নেই। অনুশীলনে ন্যাশনাল টিমের কাছাকাছি বা খেলার মত যত খেলোয়াড় আছে সবাই থাকবে।’ নির্বাচক রাজ্জাকের কথায় মিলেছে আরও একটি আভাস। তাহলো টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার ব্যাপারেও নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরামের মতামত নেয়া হবে। সে কারণেই তিনি সম্ভাব্য ক্রিকেটারদের সবাইকে নিজ চোখে ব্যাট ও বল হাতে দেখে নিতে চেয়েছেন। তার দেখা হওয়ার পর নির্বাচকদের সঙ্গে বসেই দল চূড়ান্ত হবে, এমন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাজ্জাক বলেন, ‘দেখেন কোনো একটা টিম যখন ঘোষণা করা হয় তখন ম্যানেজমেন্ট সহ অনেককে নিয়ে আসলে ঘোষণা করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন