আর্জেন্টিনা দলে ডাক পাওয়া আলমাদা মেসিদের সঙ্গী ছিলেন ২০১৮ বিশ্বকাপে

প্রথম আলো প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১

এলাকাটা ভয়ংকর, ছড়িয়ে–ছিটিয়ে মাদকের আখড়া। মাদকের সঙ্গে যেটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, সেই অপরাধেরও কমতি ছিল না বুয়েনস এইরেসের ফুয়েরতে আপাচে এলাকাটায়।


বুয়েনস এইরেস, মাদক, অপরাধ—তিনটি বিষয়কে এক করা হচ্ছে—এটা দেখেই হয়তো ধরে নিয়েছেন, আর্জেন্টিনার ফুটবলে উঠতি কোনো তারকার কথা বলা হবে। ব্রাজিল–আর্জেন্টিনা তথা লাতিন আমেরিকার অনেক ফুটবলারের গল্পই তো এমন!
ঠিকই ধরেছেন, এবারও একজন ফুটবলারের গল্প বলা হবে। সেই ফুটবলার এ মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য সদ্য ঘোষণা করা আর্জেন্টিনা দলে ডাক পাওয়া থিয়াগো আলমাদা। এটুকু পড়ে যেমনটা কল্পনা করে নিয়েছেন, আলমাদার গল্পটাও সেই কল্পনার মতো করেই এগোবে!


ফুয়েরতে আপাচের এক বস্তিতে বাস করত আলমাদার পরিবার। বাবা–মা দুজনেই একসঙ্গে কাজে যেতেন। আলমাদাকে তাই বেশির ভাগ সময়ই থাকতে হতো দাদা–দাদির কাছে। কিন্তু ছোট্ট আলমাদার জীবনটা দাদা আর দাদির কোলে শুয়ে গল্প শুনে কাটেনি। অভাব যেন কোনোভাবেই সংসারে জেঁকে বসতে না পারে, সেটা নিশ্চিত করতে ছোটবেলা থেকেই কাজ শুরু করে দেয় ছোট্ট আলমাদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও