কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগে জানলে মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা করতে পারি: জালাল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২

অন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্রিকেটারদের বিদায়টা খুব একটা সম্মানজনক হয় না। চর্চাটা নেই বললেই চলে। দেশের শীর্ষ কয়েকজন ক্রিকেটারের বিদায় তাই সবাইকে ভাবায়।    সদ্য বিদায় ঘোষণা দেয়া মুশফিকই এর প্রমাণ। রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর গ্রহণের ঘোষণা দেন এই উইকেটকিপার ব্যাটার।


অথচ এই অবসরগুলো আরো সুন্দর ভাবে মাঠেই নেয়া যেত।  অভিষেকের পর দীর্ঘ ১৬ বছরে ১০২টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি। এ ফরম্যাটে নামের প্রতি সুবিচার করতে না পারলেও বাংলাদেশের বেশ কয়েকটি স্মরণীয় জয়ে দারুণ ভূমিকা রয়েছে এই তারকার। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের পাশাপাশি অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ক্যাপশনসহ পোস্ট করা কিংবা দর্শকদের আয়না দেখতে বলে একহাত নেয়া, নানা কারণেই দেশের ক্রিকেট সমর্থকদের আলোচনায় ছিলেন মুশি। এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন এই ক্রিকেটার। তবে তার এমন আকস্মিক অবসরের ঘোষণায় হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও