মসজিদে বিস্ফোরণ: ‘আমাগো শোক আছে, থাকবো কিন্তু কপালে বিচার নাই’

বিডি নিউজ ২৪ নারায়ণগঞ্জ সদর প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২১

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের দুই বছর পরেও মামলার কোনো অগ্রগতি না দেখে হতাশ স্বজন হারানো মানুষেরা এখন বিচারের আশা ছেড়েই দিয়েছেন।


দুই বছর আগে রাতে নামাজ আদায় করতে গিয়ে ৩৩ জনের সঙ্গে প্রাণ হারানো শাহাদাত হোসেন সিফাতের মা মঞ্জু বেগম কষ্ট আর হাহাকার নিয়েই বলেন, “সরকার বাদী হইয়া মামলা করছে। আসামিও সরকারি লোক। আমাগো শোক আছে, থাকবো কিন্তু কপালে বিচার নাই। এইডা আশাও করি না”


একই ধরনের হতাশার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুনিয়েছেন বাবা হারানো সন্তান, ছেলে হারানো বাবা, স্বামী হারানো স্ত্রীসহ শোকগ্রস্ত অনেকে।


অন্যান্য দিনের মতোই ২০২০ সালের ৪ সেপ্টেম্বর রাতে ওই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন পশ্চিম তল্লা এলাকাবাসী। নামাজ চলাকালে রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। মসজিদে দুটি ফেইজ থেকে বিদ্যুৎ সংযোগ ছিল। অন্য একটি ফেইজ থেকে বিদ্যুৎ চালু করা হয়। এর মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, কেঁপে উঠে গোটা এলাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও