কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নকিয়ার এ ‘কিপ্যাড ফোন’ যেন অ্যানড্রয়েডকে হার মানাবে!

মোবাইল ফোনের বাজারে ক্রমশ হারিয়ে যাচ্ছিল এককালে বাজার শাসন করা নকিয়া। কিন্তু ২০২২ সালে একের পর এক নতুন ফোন নিয়ে এসে কামব্যাক করেছে ফিনল্যান্ডের কোম্পানিটি। পুরোনো ডিজাইনে নতুন ফিচার যোগ করে গ্রাহকের আকর্ষণ টানার চেষ্টায় রয়েছে নকিয়া। সম্প্রতি কোম্পানিটি চালু করেছে নোকিয়া ৫৭১০ এক্সপ্রেস অডিও। এ ফোনে রয়েছে এমন ফিচার, যা কোনো অ্যানড্রয়েড অথবা আইফোনকেও টেক্কা দেবে। বাইরে থেকে দেখতে এ ফোন আর দশটা কিপ্যাডসহ ফিচার ফোনের মতোই।

কিন্তু এ ফোনের সঙ্গে রয়েছে এক জোড়া টিডব্লিউএস। এর ইয়ার বাড দুটি ফোনের মধ্যেই চার্জ হবে। গান শোনার ইচ্ছা হলে ফোনের উপর থেকে বের করলে নিজে থেকেই ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হবে এটি। গান শোনা শেষ হলে আবার তা ফোনের ভেতরে ঢুকিয়ে রাখা যাবে। সংগীতপ্রেমীদের জন্য বিশেষভাবে ফোনটি ডিজাইন করেছে নকিয়া। সংগীতপ্রেমীদের কথা মাথায় রেখে ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল স্পিকার। ঘরের মধ্যে এ ফোনের স্পিকারে মিউজিক উপভোগ করতে পারবেন। এই ফোনে থাকছে ইন-বিল্ট এমপিথ্রি প্লেয়ার। এ ছাড়াও এফএম রেডিও রয়েছে এ ফোনে। আরও অনেক দুর্দান্ত ফিচারও রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন