স্বাদে মুগ্ধ, সন্তানের নাম ‘পাকোড়া’ রাখলেন ব্রিটিশ দম্পতি

প্রথম আলো উত্তর আয়ারল্যান্ড প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৯

বিখ্যাত ব্যক্তি কিংবা কোনো জায়গার নামে সন্তানের নামকরণের প্রবণতা নতুন কিছু নয়। তবে কোনো পছন্দের খাবারের নামে সন্তানের নামকরণের প্রচলন নেই বললেই চলে। তবে সম্প্রতি এক ব্রিটিশ দম্পতিকে এমনটাই করতে দেখা গেছে। নিজেদের ছেলের নাম ‘পাকোড়া’ রেখেছেন তাঁরা। খবর এএনআই’র।


আয়ারল্যান্ডের নিউটাউনঅ্যাবের বিখ্যাত রেস্তোরাঁ দ্য ক্যাপ্টেনস টেবল। সেখানে প্রায়ই দক্ষিণ এশীয় খাবার পাকোড়া খেতে যেতেন ওই দম্পতি। চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুবই উপাদেয় খাবার এটি। সম্প্রতি রেস্তোরাঁটির একটি ফেসবুক পোস্টে বলা হয়, তাদের এক নিয়মিত গ্রাহক দম্পতি নবজাতক সন্তানের নাম রেস্তোরাঁর একটি খাবারের নামে রেখেছেন। তার নাম রাখা হয়েছে ‘পাকোড়া’।


নবজাতকের একটি ছবি শেয়ার করেছে রেস্তোরাঁটি। তারা লিখেছে: ‘প্রথমবারের মতো এটা হলো...পৃথিবীতে স্বাগত পাকোড়া। তোমাকে দেখার অপেক্ষায় আছি।’


বিলের রসিদের একটি ছবিও শেয়ার করেছে রেস্তোরাঁটি। সেখানে বিভিন্ন খাবারের তালিকার মধ্যে পাকোড়া নামটি আছে।


ইন্টারনেট দুনিয়ায় অনেকেই ওই দম্পতিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তবে অনেকে ওই পোস্টের নিচের কমেন্টে এ নিয়ে বিদ্রূপ ও হাসি তামাশা করছেন। ফেসবুক ব্যবহারকারীদের একজন লিখেছেন: ‘এরা আমার দুই সন্তান—চিকেন এবং টিক্কা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও