![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2022August/twitter-2209050429.jpg)
এডিট অপশন চালু করতে যাচ্ছে টুইটার
ভুল বানানে লেখা স্থায়ী টুইটার বার্তা নিয়ে সমস্যায় ভুগে থাকেন এই সেবার ব্যবহারকারীরা। সুখবর হচ্ছে সমাধান পেতে যাচ্ছেন তারা। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি অল্প দিনের মধ্যে এডিট অপশন চালু করতে যাচ্ছে।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার জানিয়েছে, এটি টুইটারের সবচেয়ে বেশি প্রত্যাশিত সেবাগুলোর অন্যতম।এডিট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো টুইট করার পর ৩০ মিনিট সময়ের মধ্যে তাদের ২৮০ অক্ষরের বার্তা সংশোধন করতে পারবেন।
যদি কোনো টুইট এডিট করা হয়, তাহলে সেখানে আলাদা একটি আইকন ও টাইমস্ট্যাম্প দেখা যাবে। ব্যবহারকারীরা সংশোধনের আগে বার্তাটি কেমন ছিল, তা দেখতে পাবেন। অর্থাৎ, মেসেজ এডিট করা হলেও, মূল বার্তা বহাল থাকবে।
টুইটার আরো জানিয়েছে, এ মুহূর্তে ছোট একদল ব্যবহারকারী এই ফিচারটি পরীক্ষা করে দেখছেন, যাতে যেকোনো সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করা যায়। কীভাবে এই ফিচারের অপব্যবহার হতে পারে, সেটাও পরীক্ষা করা হচ্ছে।