পুলিশ পরিচয়ে দেড় হাজার ছিনতাই, টার্গেট নারী!
পুলিশ পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত শাকিল আহম্মেদ রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ১০ বছরে দেড় হাজারের মতো ছিনতাইয়ের ঘটনায় শাকিল জড়িত বলে জানা গেছে। এসব ঘটনায় শাকিল নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিতেন। গত শনিবার শাকিলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর সহযোগী আকাশ শেখ (২২), দেলোয়ার হোসেন (৫৫) ও হাবিবুর রহমানকেও গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়্যারলেস সেট, পুলিশের স্টিকারযুক্ত দুটি মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
গতকাল রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- ছিনতাই চক্র