You have reached your daily news limit

Please log in to continue


মামলার অগ্রগতি নেই, আংশিক খুলে দেওয়া হয়েছে বিএম ডিপো

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের তিন মাসেও মামলার কোনো অগ্রগতি হয়নি। এদিকে গত ২২ আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে ডিপোর আংশিক। চট্টগ্রামের বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ৫০ জনের প্রাণহানি ও অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় বিলম্বে মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তিন মাসের বেশি সময় পার হলেও কাউকে করা হয়নি জিজ্ঞাসাবাদও। 


তদন্ত কমিটির বেশির ভাগ প্রতিবেদনে বিএম ডিপোকে দায়ী করলেও তেমন কোন দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। 


ওই ডিপোতে রাসায়নিক মজুতের অনুমোদন ছিল না: বিস্ফোরক পরিদর্শক
গত ৪ জুন সীতাকুণ্ড বিএম ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণে ১৩ জন ফায়ার কর্মীসহ ৫০ জন নিহত হন। এ সময় আহত হয় অসংখ্য মানুষ। এ ঘটনায় ৭ জুন সীতাকুণ্ড থানায় ডিপোর মালিকদের বাদ দিয়ে ৮ কর্মচারীকে আসামি করে মামলা হয়। মামলায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। করা হয়নি জিজ্ঞাসাবাদও। 


বিপজ্জনক পণ্য পরিবহনে মানা হয়নি নিয়ম
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। ডিপো থেকে মামলার সংগ্রহকৃত আলামতে বিস্ফোরকের কোনো আলামত পায়নি। মর্গে থাকা নিহত ১৪ জনের মরদেহের ডিএনএ প্রতিবেদন না আসায় স্বজনের কাছে হস্তান্তরও করা যায়নি। প্রতিবেদন পেলে মরদেহগুলো হস্তান্তর করা হবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন