ইউক্রেনের প্রধান সরবরাহ লাইনের সঙ্গে জাপোরিঝঝিয়ার সংযোগ বিচ্ছিন্ন
ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিদ্যুতের প্রধান সরবরাহ লাইনের সর্বশেষ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর বিবিসির।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে ইউক্রেনের গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য এখন একটি রিজার্ভ লাইনের ওপর নির্ভর করতে হচ্ছে।
বারবারই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলা হামলার জন্য ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দায়ী করে আসছে। বৃহস্পতিবার আইএইএর পরিদর্শকেরা নিরাপত্তাঝুঁকির মধ্যেই ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছান।
সেখানকার অবস্থা পরিদর্শনের পর সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, বেশ কয়েকবারই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বকীয়তার ওপর আঘাত করা হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এনেরহোদার শহরে অবস্থিত জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রটিতে এখনো ইউক্রেনীয় কর্মীরাই কাজ করছেন। তাঁরা বলেছেন, রুশ সেনারা এটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছেন। অস্ত্রের মুখে ইউক্রেনীয় কর্মীদের দিয়ে সেখানে কাজ করানো হচ্ছে।