কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছয় কার্যদিবস পর পুঁজিবাজারে মূল্য সংশোধন, বছরের সর্বোচ্চ লেনদেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৬

শেষ দুই ঘণ্টার শেয়ার বিক্রির চাপে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৪ সেপ্টেম্বর) সূচক পতনের মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচক ও অধিকাংশ শেয়ারের দাম কমেছে। তবে আগের কর্মদিবসের চেয়ে ৪০০ কোটি টাকা বেড়েছে লেনদেন। যা চলতি বছরে মধ্য সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। এর আগে, ২০২১ সালে ৭ অক্টোবর লেনদেন হয়েছিল ২৪৯৭ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা।


ব্যাংক-বিমাসহ প্রায় সব খাতের শেয়ারে দাম কমায় সেপ্টেম্বর মাসের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১৮ পয়েন্ট।



অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৭৪ পয়েন্ট। এর ফলে টানা ছয় কর্মদিবস উত্থানের পর আজ রোববার পুঁজিবাজারে সূচক পতন হলো।


সূচকের এই পতনকে মূল্য সংশোধন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, উত্থানের পর শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেবেন বিনিয়োগকারী, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এতে বিচলিত হওয়ার কিছু নেই।  


ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৪৭ কোটি ৭০ লাখ ৩০ হাজার ৯৯৩টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার মূল্য ২ হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ ২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৮৯ লাখ ৫২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৪শ কোটি টাকার বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও