পশ্চিমবঙ্গে আল-কায়দার সন্দেহভাজন আরও দুই জঙ্গি গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখার পুলিশ এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গত ১৭ আগস্ট উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকা থেকে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার সন্দেহভাজন আরও দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত শুক্রবার গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ ডায়মন্ড হারবারের দেউলপোতা থেকে সামির হোসেন সেখকে গ্রেপ্তার করে।
একই দিন মুম্বাইয়ে সাদ্দাম হোসেন খানকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখার পুলিশ।
সামিরের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের দেউলপোতার চাঁদনগর গ্রামে। সাদ্দামের বাড়ি ডায়মন্ড হারবারের পারুলিয়ার আবদালপুর গ্রামে, তবে তিনি কাজ করতেন মহারাষ্ট্রের মুম্বাইয়ে।
গ্রেপ্তার সামিরকে গতকাল শনিবার বারাসাতের আদালতে তোলা হয়। তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার আদেশ দেন আদালত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আল কায়েদা
- সন্দেহভাজন
- জঙ্গি আটক