কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোহলির ব্যাটে আরও ৩০ সেঞ্চুরি চাইলেন, শোয়েব

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৯

এশিয়া কাপে ছন্দে ফিরতে শুরু করেছেন বিরাট কোহলি। দুই ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৩৫ রান করার পর হংকংয়ের বিপক্ষে করেছেন ৫৯ রান। ছন্দে ফিরতে মরিয়া কোহলির কাছে এই সময়েই পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের আবদার আরও ৩০ সেঞ্চুরি। তাঁর চাওয়া, কোহলি যেন আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ড ভাঙেন। 


এশিয়া কাপে আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দলের রুদ্ধশ্বাস লড়াইয়ের আগে নিজের ইউটিউব চ্যানেলে কোহলির কাছে এমন আবদার করেছেন শোয়েব। তাঁর বিশ্বাস, ১০০ সেঞ্চুরির জন্য ভারতীয় ব্যাটার হয়তো যেকোনো একটি সংস্করণ বাদও দিতে পারেন। এর জন্য তিনি কোহলিকে একটি পরামর্শও দিয়েছেন, ভারতের সাবেক অধিনায়ক যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করেন। তিনি বলেছেন, ‘কোহলি সত্যি ভালোভাবে বল মাঝ ব্যাটে লাগাতে পারছে না। তার দুই ইনিংস ছিল বেশ এলোমেলো। সে পাকিস্তানের বিপক্ষে ৫৯ রান করেছে, এর জন্য শুভকামনা জানাচ্ছি। তার কাছে আমার একমাত্র পরামর্শ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করা। এই সংস্করণে তুমি মানিয়ে নিতে পারো বা না পারো। তোমাকে আরও ৩০ সেঞ্চুরি করতে হবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও