চুলের ভলিউম বাড়াবে ৩ প্রাকৃতিক উপাদান
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪
প্রাকৃতিক উপায়ে চুলের ভলিউম বাড়াতে চাইলে কিছু উপাদানের উপর ভরসা রাখতে পারেন। সপ্তাহে অন্তত একদিন এগুলো ব্যবহার করুন চুলে। চুল হবে ঘন, মজবুত ও সিল্কি।
অ্যালোভেরা
চুলের ময়েশ্চার ধরে রাখতে ও চুল পড়া কমাতে অ্যালোভেরা জেল খুবই কার্যকর। চুলের দ্রুত বৃদ্ধিতেও এর ভূমিকা রয়েছে। অ্যালোভেরা জেল চুলে লাগিয়ে রাখুন ধুয়ে ফেলার ১ ঘণ্টা আগে।
রিঠা
প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে রিঠা। সমপরিমাণ আমলকী, শিকাকাই ও রিঠা পানিতে ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করে নিন। শ্যাম্পু শেষে চুল ভালো করে ধোওয়ার পর তারপর এই পানি দিয়ে চুল ধুয়ে নেবেন।
ত্রিফলা
ত্রিফলা চূর্ণ করে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। ঘণ্টাখানেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ক্ষতিগ্রস্ত চুলের যত্নে এটি অতুলনীয়। পাশাপাশি চুলের ভলিউম বাড়াতেও কার্যকর।
- ট্যাগ:
- লাইফ
- প্রাকৃতিক উপাদান
- চুলের যত্ন