আ'লীগ জন্মলগ্ন থেকেই জনভীতিতে ভোগে: মির্জা ফখরুল
আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই জনভীতিতে ভোগে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সারাদেশে শামীম ওসমান, গোলন্দাজ, তাহের এবং হাজী মকবুলসহ অসংখ্য গডফাদার সৃষ্টি করে আওয়ামী লীগ এদেশের মানুষের ওপর হত্যা, নির্যাতন অব্যাহত রেখেছিল। এই নারায়ণগঞ্জেই ১৯৯৬ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার লংমার্চে বাধা প্রদান করা হয়েছিল। সেই সময় ঢাকার মেয়র ও এমপি সাদেক হোসেন খোকা ও ছাত্রদলের তৎকালীন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মাথায় পুলিশ গুলি চলিয়েছিল। গত ১৫ বছরেও আমাদের অসংখ্য নেতাকর্মীদের আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ গুম, খুন ও নির্যাতন করেছে।’
রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির ৪ হাজার ৮১ জনের নামে এবং অজ্ঞাত ২০ হাজার জন নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ, অনির্বাচিত ও ফ্যাসিবাদি সরকারের পুলিশের গুলিতে গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া যুবদল নেতা শাওনকে হত্যা ও সারাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও পুলিশ বিনা উস্কানিতে হামলার প্রতিবাদে সারাদেশে গতকাল বিএনপি আয়োজিত প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা ও অবৈধ সরকারের পুলিশ বাহিনী গতকালও ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলা, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াসহ বেশ কয়েকটি জেলায় নারকিয় তাণ্ডব চালিয়েছে।’
ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী হামলায় প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের গুলিতে আহত দুই জনের অবস্থা সংকটাপন্ন। এ ছাড়া গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির কর্মসূচিতে নিহত, আহত, গ্রেপ্তার ও ভাঙচুর করা হয়েছে।’