রোদ ঠোঁট কালচে করে
শুধু ত্বক নয় রোদের কারণে ঠোঁটও কালচে হয়। আর ঠোঁটের স্বাভাবিক রং ধরে রাখতে চাই নিয়মিত যত্ন।
ঠোঁট কালো হওয়ার দুটি প্রধান কারণ হল- রোদে অতিরিক্ত থাকা আর সানব্লক ব্যবহার না করা।
ভারতের ‘দ্যা স্কিন সেন্স, স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা ত্বক বিশেষজ্ঞ ডা. অ্যালেকিয়া সিঙ্গাপুরি বলেন, “রোদে গেলে ঠোঁট ইউভিএ এবং ইউভিবি রশ্মির সংস্পর্শে আসে। ফলে মেলানিনের উৎপাদন বাড়ে এবং ঠোঁটে দেখা দেয় কালচেভাব।”
ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে ঠোঁটের ত্বক সুন্দর ও সুস্থ রাখার উপায় সম্পর্কে ডা. অ্যালেকিয়া।
এসপিএফ যুক্ত লিপ বাম
ঠোঁটের জন্যও এসপিএফ ব্যবহার করা প্রয়োজন। এতে ত্বকে রোদে পোড়াভাব দেখা দেবে না।
ঠোঁটে কমপক্ষে এসপিএফ ৩০ যুক্ত লিপ বাম ব্যবহার করা উচিত। প্রতি দুই ঘণ্টা পর পর এই বাম ব্যবহার করতে হবে। ফলে ত্বক আর্দ্র থাকার পাশাপাশি সূর্যালোক থেকেও সুরক্ষিত থাকবে।
ময়েশ্চারাইজার
শুষ্ক ত্বক দ্রুত কালো হয়ে যায়। ঠোঁটের আর্দ্রতা রক্ষা করা এর সুরক্ষার স্তরকে জোড়াল করে।
সূর্যের ক্ষতিকারক রশ্মি ত্বককে শুষ্ক করে ফেলে ও ক্ষতি করে। তাই দিনের বেলায় সানস্ক্রিনযুক্ত লিপবাম ও রাতে আর্দ্রতা রক্ষাকারী লিপবাম ব্যহার করতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- ঠোঁটের যত্ন
- রোদেপোড়া কালচে দাগ