‘মাগো আমি আর বাইরে যাব না, আমাকে ক্ষমা করো’
মাগো আমি আর বাইরে যাব না। আমাকে ক্ষমা করে দাও মা। তুমি আমাকে মারো। আমি কিছু কইবো না।
মায়ের মৃতদেহ সামনে নিয়ে কান্না করতে করতে এই কথাগুলো বলছিল ১২ বছরের নাফিজ। বদ্ধ ঘরে মায়ের মৃত্যুর সময় দরজার বাইরে দাঁড়িয়েছিল নাফিজ। নাসরিন আক্তার তার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারনা নাফিজের। শনিবার বিকালে শেরপুর পৌর শহরের গৃদ্দানারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নাসরিন মৃত পরিবহন শ্রমিক বাবুর স্ত্রী। দুই সন্তান নাফিজ (১২) ও নাবিলকে (৮) নিয়ে শহরের গৃদানারায়নপুরের একটি ভাড়া বাসায় থাকতেন নাসরিন আক্তার। শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।