![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-09%252F3ff85f8d-7116-4adb-b8eb-e2a4be116178%252Fgorvachev.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
গর্বাচেভকে শেষশ্রদ্ধা, অনুপস্থিত পুতিন
সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভকে শেষশ্রদ্ধা জানালেন রাশিয়ার নাগরিকেরা। আজ শনিবার মস্কোতে অনুষ্ঠিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে শেষবিদায় জানানো হয়। এ অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন না। মস্কোর ঐতিহাসিক ‘হল অব কলামসে’ গর্বাচেভকে সারিবদ্ধভাবে শত শত মানুষ শ্রদ্ধা জানান।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মঙ্গলবার ৯১ বছর বয়সে গর্বাচেভ মারা যান। এই সোভিয়েত নেতার সঙ্গে পুতিনের অম্ল-মধুর সম্পর্ক ছিল।