যেসব কারণে চোখ পরীক্ষা খুবই জরুরি
গ্লুকোমা চোখের জটিল রোগ। এতে চোখের স্নায়ু ক্রমে ক্ষতিগ্রস্ত হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়। এমনকি রোগী একসময় অন্ধত্ববরণ করতে বাধ্য হয়। তবে সময়মতো ধৈর্য ধরে চিকিৎসা করলে অন্ধত্ব থেকে রক্ষা পেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে চোখের অভ্যন্তরীণ উচ্চচাপ এ জন্য দায়ী।
রোগটি যে কারণে হয় : সুনির্দিষ্ট কারণ নেই। তবে চোখের উচ্চচাপ এ রোগের প্রধান কারণ বলে ধরে নেওয়া হয়। স্বাভাবিক চাপেও এ রোগ হতে পারে। সাধারণত চোখের উচ্চচাপ ধীরে ধীরে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত করে। আর এ কারণে দৃষ্টি ব্যাহত হয়। কিছু কিছু রোগের সঙ্গে এ রোগের গভীর সম্পর্কও রয়েছে। অন্য যেসব কারণে এ রোগ হতে পারে তা হলোÑ পরিবারের অন্য কোনো নিকটাত্মীয়ের (মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী, চাচা, মামা, খালা, ফুপু) এ রোগ থাকা। চল্লিশ বা তার বেশি বয়স। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। মাইগ্রেন নামক মাথাব্যথা। রাত্রিকালীন উচ্চ রক্তচাপের ওষুধ সেবন। স্টেরয়েড নামক ওষুধ দীর্ঘদিন সেবন করা। চোখের ছানি অপারেশন না করলে বা দেরি করলে। চোখের অন্যান্য রোগের কারণে। জন্মগত চোখের ত্রুটি ইত্যাদি। এগুলোর মধ্যে কেবল চোখের উচ্চচাপ ওষুধে নিয়ন্ত্রণ করা যায়, যা গ্লুকোমার প্রধান কারণ বলে মনে করা হয়।