একজিমা প্রতিরোধে কী করবেন

দেশ রূপান্তর প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪০

একজিমা একটি দীর্ঘস্থায়ী ত্বকের রোগ, যা ত্বকে চুলকানি এবং লাল দাগ সৃষ্টি করে। যদি এটি চিকিৎসা না করা হয় তাহলে এটি স্থায়ী হয়। যদিও এই চর্মরোগ শিশুদের মধ্যে সাধারণ, তবে প্রাপ্তবয়স্করাও এতে ভুগতে পারেন। কিছু ক্ষেত্রে একজিমা, হাঁপানি এবং খড় জ্বরের সঙ্গে যুক্ত হতে পারে।


একজিমা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন : এটোপিক ডার্মাটাইটিসÑ যেহেতু এটি একজিমার সবচেয়ে সাধারণ রূপ, লোকরা প্রায়ই উভয় শব্দকে একে অপরের সঙ্গে ব্যবহার করে। এটি সাধারণত মুখ, হাত, ভেতরের কনুই এবং পায়ে প্রভাবিত করে।


কন্টাক্ট ডার্মাটাইটিস এ ধরনের ত্বকের ফুসকুড়ির দিকে পরিচালিত বস্তুর সঙ্গে যোগাযোগের কারণে এটি বিকাশ লাভ করে।


নিউমুলার একজিমা এগুলো গোলাকার ঘা, সাধারণত আঘাত, পোড়া বা পোকামাকড়ের কামড়ের পরে প্রদর্শিত হয়।



ডিশিড্রোটিক একজিমা ত্বক ভঙ্গুর হয়ে গেলে এবং নিজেকে রক্ষা করতে অক্ষম হলে এটি প্রদর্শিত হয়।


স্ট্যাসিস ডার্মাটাইটিস আপনার যদি দুর্বল রক্তপ্রবাহ থাকে তবে আপনার পায়ে এই ফুসকুড়ি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও