কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেরার পর কী হবে গোতাবায়ার

প্রথম আলো শ্রীলঙ্কা প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৯

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ফিরে আসায় দেশটিতে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কায় গোতাবায়ার ভবিষ্যৎ কী, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে কি না, সে প্রশ্নও উঠেছে। সিএনএনের এক প্রতিবেদনে শ্রীলঙ্কার মানবাধিকারবিষয়ক আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।


ঊর্ধ্বতন একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছে, গোতাবায়া রাজাপক্ষে আজ শনিবার ভোরে কলম্বোয় ফিরেছেন।  


রাজাপক্ষে প্রবল প্রতাপে শ্রীলঙ্কা শাসন করেছেন। একসময় তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তবে কয়েক দশক ধরে চলা আর্থিক সংকটের জেরে ও রাজনীতিতে রাজাপক্ষে পরিবারের একচ্ছত্র আধিপত্যের প্রতিবাদে গোতাবায়ার পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাঁর রাজপ্রাসাদে ভাঙচুর চালান।


এর এক দিন পরে গত ১৩ জুলাই তিনি পালিয়ে মালদ্বীপে চলে যান। মালদ্বীপ থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যান গোতাবায়া। শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার সময় কেন তিনি পালিয়ে গিয়েছিলেন, কেনই–বা ফিরে এলেন, সে বিষয়ে গোতাবায়া রাজাপক্ষে মুখ খোলেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও