অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, সাবেক প্রেমিক গ্রেপ্তার

প্রথম আলো প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৯

দীর্ঘদিনের বন্ধু ভাবনিন্দর সিং ধাটের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী আমলা পল। ধাটের বিরুদ্ধে প্রতারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন আমলা। গত মঙ্গলবার তামিল নাড়ুর বিল্লুপুরাম পুলিশ স্টেশনে অভিযোগ করেন আমলা। অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে গত বুধবার ধাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর।


পুলিশ জানায়, ২০১৮ সালে আমলা ও ধাট একটি সিনেমা প্রযোজনা সংস্থা চালু করেন। কিন্তু এরপর তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। অভিনেত্রী ওই প্রযোজনা সংস্থায় বড় অঙ্কের বিনিয়োগ করেন। যে বিনিয়োগ থেকে তাঁর নতুন ছবি ‘কাদাবার’ নির্মিত হয়েছে।


অভিনেত্রীর অভিযোগ, প্রতারণার মাধ্যমে ধাট প্রযোজনা সংস্থার পরিচালক পদ থেকে আমলার নাম বাদ দিয়েছেন। এখানেই শেষ নয়, আমলার সঙ্গে তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি অন্তর্জালে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও