এশিয়া কাপের মাঝপথে ভারতীয় দলে বড় ধাক্কা!

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৯

ইতোমধ্যেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে ভারত। কিন্তু সেই পর্ব শুরুর আগেই ভারতীয় দলে এলো বড় ধাক্কা। হঠাৎ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। যিনি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের অন্যতম নায়ক ছিলেন।


জাদেজার বদলে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। পাকিস্তানের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন জাদেজা। ২৯ বলে করেছিলেন ৩৫ রান। ভারতের জয়ের পেছনে তার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, জাদেজা ডান হাঁটুতে চোট পেয়েছেন। বোর্ডের চিকিৎসকরা তার ইনজুরির দেখভাল করছেন। জাদেজার বদলে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে।


তিনি খুব তাড়াতাড়ি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। উল্লেখ্য, হংকংয়ের বিপক্ষে ১ উইকেট শিকার করে জাদেজা এখন এশিয়া কাপে ভারতের সফলতম বোলার। তিনি টপকে গেছেন ২২ উইকেট নেওয়া ইরফান পাঠানকে। এই নিয়ে ষষ্ঠ বার এশিয়া কাপ খেলছিলেন জাদেজা। তবে ইরফান পাঠানের সবগুলো শিকার ছিল ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে। আর জাদেজা ওয়ানডে আর টি-টোয়েন্টি উভয় ফরম্যাট মিলিয়েই ২৩ উইকেট নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও