You have reached your daily news limit

Please log in to continue


বিনিয়োগকারীদের পুঁজি ফিরল সাড়ে ৮ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেনও

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আগস্টের মাসের শেষ সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী (২৮ আগস্ট-১ সেপ্টেম্বর) সপ্তাহে লেনদেন হওয়া শেয়ারের দামের সঙ্গে বেড়েছে সূচকও।

এতে বিনিয়োগকারীদের মূলধন (পুঁজি) ফিরেছে ৮ হাজার ৬৪৪ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৩৫৯ টাকা। এর আগের সপ্তাহে বিনিয়োগকারীরা পুঁজি ফিরেছে ৫ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ পরপর দুই সপ্তাহে মূলধন ফিরে পেলেন বিনিয়োগকারীরা।


আলোচিত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৩টির, আর অপরিবর্তিত ছিল ৫৬টির।

অধিকাংশ কোম্পানির কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৫৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে বাজার মূলধন (পুঁজি) বেড়েছে ৮ হাজার ৬৪৪ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৩৫৯ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন