‘এইটুকু সহ্য করা মুরোদ না থাকলে রাজনীতি ছেড়ে দেন’
বিএনপির দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘সরকার দাবি করে, দেশে গণতন্ত্র আছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই দেশে গণতন্ত্র আছে। তাহলে প্রশ্ন করি, এত ভয় কেন? বিরোধী দল বিক্ষোভ কর্মসূচি করছে। শান্তিপূর্ণ কর্মসূচি করছে, মিছিল করছে। সেটা আমাদের সাংবিধানিক অধিকার। সেইটুকু সহ্য করবার সাহস ও মুরোদ যদি না থাকে, রাজনীতি ছেড়ে দেন। পুলিশ প্রশাসন দিয়ে আর কয়দিন রাজনীতি করবেন? বিরোধী দলকে দমন করে আর কয়দিন রাজনীতি করবেন?’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন রুমিন ফারহানা।
২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিএনপি দলীয় সংরক্ষিত আসনের এ সংসদ সদস্য বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) যদি মনে করেন ২০১৪ এবং ২০১৮ সালের কায়দায় খেলা হবে, অন্ধকারে কিংবা খেলা হবে বলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় করবেন, তাহলে ভুল করবেন। বাংলাদেশের মানুষ সমুচিত জবাব দিবে।’
রুমিন ফারহানা বলেন, ‘খেলা হবে স্লোগানটি প্রথমে দিয়েছিল আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। পরে এই স্লোগানটি গড়াতে গড়াতে গেল পশ্চিমবঙ্গে। বিধানসভায় তৃণমূলের মূল স্লোগান হয়েই দাঁড়াল খেলা হবে। পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আছে, সেখানের খেলা হবে এবং বাংলাদেশের রাজনীতির মাঠে খেলা হবে এই দুটোর মধ্যে আসমান-জমিন পার্থক্য।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খেলা হবে বক্তব্য প্রসঙ্গে এ এমপি বলেন, ‘সেই ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে।’