![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-8-20220902161803.jpg)
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সংলগ্ন তাজুরপাড়া চরতার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান জানান, ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।