এক বছর ধরে আটকা ১৭ ব্রাহমা গরু, মারা গেছে ২টি
দেশে বেসরকারি পর্যায়ে আমদানি, পালন ও প্রজনন নিষিদ্ধ জেনেও যুক্তরাষ্ট্র থেকে বেশি ওজনের ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানি করেছিল ঢাকার মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রো। ওই সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউস গরুগুলো জব্দ করে। এ ঘটনার ১৪ মাস পেরিয়ে গেছে। ইতিমধ্যে জব্দ ১৮টি গরুর ২টি মারা গেছে। আর একটি গাভি একটি বকনা বাচ্চা দিয়েছে।
২০২১ সালের ৫ জুলাই সাদেক অ্যাগ্রো ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানি করে। ঢাকা কাস্টম হাউস তা জব্দ করে সাভারে প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় গো–প্রজনন ও দুগ্ধ খামারে রাখে। গরুগুলো এখনো সেখানেই আছে।