কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আমি বাংলাদেশি ফিল্মমেকার হিসাবে অনুতপ্ত, ক্ষুব্ধ,বিরক্ত : ফারুকী

বাংলাদেশি ফিল্মমেকার হিসেবে অনুতপ্ত, ক্ষুব্ধ,বিরক্ত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার সকালে নিজের ফেসবুক হ্যান্ডেলে এমনটাই জানালেন গুণী এই নির্মাতা।   এই ক্ষোভ আর বিরক্তি এসেছে তার নির্মিত একটি সিনেমাকে আটকে রাখার ফলে।   ফারুকী নিজের ফেসবুকে লিখেছেন, আপনারা দেখছেন আমি কতোটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ।

এমনকি এবসোলিউট বুলশিটের উত্তরও না দিয়া কনফ্লিক্ট এড়াইয়া গেছি। কিন্তু আজকে সকালে একটা খবর পড়ে, যদিও খবরটা আগে থেকেই জানতাম, আমার রাগ, ক্ষোভ, অভিমান আর নিয়ন্ত্রণ করতে পারলাম না! বলিউডের ফারাজ ছবিটি মুক্তি পাচ্ছে উল্লেখ করে নির্মাতা বলেন, হোলি আর্টিজানের উপর নির্মিত ভারতীয় ছবি “ফারাজ” দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসাল মেহতার জন্য আমি আনন্দিত যে সে তার ছবিটা শেষ করে মুক্তি দিতে পারছে। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন