![](https://media.priyo.com/img/500x/https://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2022/09/02/712x407/leg.jpg)
গোড়ালির হাড় বৃদ্ধির কারণ ও চিকিৎসা
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১০:১৫
মানবদেহে রয়েছে অসংখ্য হাড়। সেই হাড়ে অনেক সময় অতিরিক্ত হাড় গজায়। এক্ষেত্রে ক্যালকেনিয়াম (পায়ের হাড়) অন্যতম। সাধারণত অতিরিক্ত হাড় গোড়ালির নিচে ও পেছনে গজায়। এ অতিরিক্ত হাড় ক্যালকেনিয়াম স্পার নামে পরিচিত। পায়ের সবচেয়ে বড় হাড় ক্যালকেনিয়াম। দাঁড়ালে বা হাঁটলে প্রথম মাটির সংস্পর্শে আসে এবং শরীরের পূর্ণ ওজন বহন করে। সামান্য অসঙ্গতিতে এসব হাড়ে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়।
অতিরিক্ত হাড় হওয়ার কারণ : অসঙ্গতিপূর্ণ জুতা পরিধান করলে স্পার হয়। লেগের পেশি দুর্বল হলে পায়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে স্পার তৈরি হয়। দীর্ঘদিন ধরে প্লান্টার ফাসা ও টেনডনের প্রদাহ হলে গোড়ালিতে অতিরিক্ত হাড় গজায়। শরীরে অতিরিক্ত ওজন থাকলে স্পার হওয়ার আশঙ্কা বেশি। নানা ধরনের আর্থ্রাইটিস, যেমন- রিউমাটয়েড ও অস্টিওআর্থ্রাইটিসে হিল স্পার হয়। অনেকের বংশানুক্রমিকভাবে স্পার তৈরি হয়।