ফাঁকা মাঠে আওয়ামী লীগ
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১০:১৪
জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এ নিয়ে এরই মধ্যে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল আওয়ামী লীগে তোড়জোর শুরু হয়েছে। তবে এ নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের মধ্যে। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতাদের মধ্যেও।
আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন। আইন অনুযায়ী, স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। মূলত স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, মেয়র ও কাউন্সিলরা এ নির্বাচনে ভোটার হওয়া এবং এসব ভোটারের বেশিরভাগই আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী হওয়ায় বিরোধীরা নির্বাচন নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না।