৩ মাস পর খুলেছে সুন্দরবনের দুয়ার
টানা ৩ মাস বন্ধের পর পর্যটক, বনজীবী ও মৎস্যজীবীদের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্যারাবন সুন্দরবন।
গতকাল বৃহস্পতিবার সুন্দরবন খুলে দেওয়ার প্রথম দিনেই বেশ কয়েকটি পর্যটকবাহী লঞ্চ সেখানে প্রবেশ করেছে।
সাপ্তাহিক ছুটি ও পর্যটন মৌসুমের প্রথম হওয়ায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। তা ছাড়া, পদ্মা সেতু হয়ে সুন্দরবনে আসতে কম সময় লাগছে বলে ঢাকা থেকে সরাসরি অনেকেই খুলনা ও মংলায় এসে সুন্দরবনে প্রবেশের সুযোগ নিচ্ছেন।
এ পর্যটন মৌসুম আগামী বছরের ৩১ মে পর্যন্ত চলবে।
সুন্দরবনের নদ-নদীতে মাছের প্রজনন মৌসুমের কারণে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস ইকো-ট্যুরিজমসহ (প্রতিবেশ পর্যটন) বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ ছিল।