You have reached your daily news limit

Please log in to continue


গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরতে পারেন শনিবার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক সংকটের জেরে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে দেশত্যাগ করেন তিনি। প্রথমে পালিয়ে মালদ্বীপ এরপর সিঙ্গাপুর এবং সবশেষ থাইল্যান্ডে যান গোতাবায়া রাজাপাকসে।

শ্রীলঙ্কার মানবাধিকার কমিশন (এইচআরসিএসএল) সম্প্রতি জানায় যে, গোতাবায়া রাজাপাকসে সুরক্ষা পাওয়ার অধিকারী এবং তাকে দেশে ফিরতে দেওয়া উচিত। সংস্থাটি আরও জানায়, তারা সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পেয়েছে। কমিশন আরও বলেছে যে রাজাপাকসে দেশে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য আইনের সুরক্ষা পাওয়ার অধিকারী।

সরকারকে তার পরিবারকে পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার সুপারিশও করে এ কমিশন। এইচআরসিএসএল বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে এমন মতামত ব্যক্ত করেছে বলে জানা গেছে। গত ১৪ জুলাই ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সৌদি আরবের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে নামার পর তাকে ১৪ দিনের ভিজিট পাস দেওয়া হয়। পরবর্তীতে এর মেয়াদ আরও দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন বাড়ানো হয়। এরপর সেখান থেকে থাইল্যান্ডে যান তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন