You have reached your daily news limit

Please log in to continue


রক্তে কেনা ডলার খেল কালো বিড়ালে

দেশের অর্থনীতি ভালো নেই। জিনিসপাতির দাম যে বেড়ে গেছে, তা বুঝতে অর্থনীতির পণ্ডিত হতে হয় না। বাসভাড়া বেড়ে গেছে, লোডশেডিংয়ে জীবন জেরবার। গ্লোবাল টাইমস (আগস্ট ৪, ২০২২) বলছে, ২০২০-২১ সালে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৩৩ বিলিয়ন ডলার। তার আগের অর্থবছরে ছিল ২৩ দশমিক ৭৮ ডলার। অর্থাৎ ঘাটতি বেড়েছে প্রায় ৪০ ভাগ।

এসবের জন্য প্রাথমিকভাবে দায়ী করা হয় করোনা-উত্তর বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিকে, যেখানে আমদানি বেড়ে গেছে, রপ্তানি বাড়েনি তুলনায়; ইউক্রেন যুদ্ধ; রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, তেলের মূল্যবৃদ্ধি; ইউক্রেন থেকে খাদ্যপণ্য আমদানিতে সমস্যা ইত্যাদি।

কিন্তু এসবের আড়ালে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আলোচনার বাইরে থেকে গেছে। তা হলো, বাংলাদেশ থেকে অবৈধভাবে ডলার পাচার। ২০২০ সালের তথ্য: আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়। বর্তমান বাজারদরে (৮৫ টাকায় প্রতি ডলার) এর পরিমাণ ৬৪ হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি (জিএফআই) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। (প্রথম আলো, ৪ মার্চ ২০২০)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন