রওশনকে বাদ দিতে স্পিকারকে চিঠি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ২০:২৯
রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পদ থেকে বাদ দিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
চিঠিতে রওশন এরশাদের পরিবর্তে জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধীদলীয় নেতা মনোনয়ন দেওয়ার অনুরোধ জানানো হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্পিকারের কার্যালয়ে চিঠি পৌঁছে দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
চিঠিতে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য সই করেছেন। তবে এতে রওশন এরশাদের পক্ষের চারজন সংসদ সদস্যের সই নেই।
এর আগে বিকেলে সংসদ ভবনে জিএম কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ২৬ জন এমপির মধ্যে ২২ জন রওশনের বিপক্ষে সই করেছেন।