অভিষেকে প্রথম ওভারে ২ উইকেট ইবাদতের
এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি দেখল ইবাদত হোসেনের স্যালুট! সেটিও এক ওভারে দুইবার!
অভিষেকে প্রথম ওভার করতে এসেই বাংলাদেশকে ডাবল ব্রেকথ্রু দিলেন এ পেসার, ফেরালেন পাতুম নিসাঙ্কাকে। শর্ট বলে পুল করতে গিয়ে টপ এজড হয়েছেন নিসাঙ্কা, শর্ট মিডউইকেটে দিয়েছেন সহজ ক্যাচ। শেষ বলে ক্যাচ তুলেছেন চারিত আসালাঙ্কাও। শর্ট বলে জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন আসালাঙ্কা, তবে মিডঅফে থাকা মাহমুদউল্লাহকে পার করাতে পারেননি।
নিসাঙ্কা ফিরেছেন ১৯ বলে ২০ রান করে, আসালাঙ্কা ৩ বলে ১ রান করে। ৪৫ রানে প্রথম উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা, দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৮ রানে। পাওয়ারপ্লের শেষ ওভার করতে এসে ইবাদত মাত্র ৪ রান দিয়ে নিলেন ২ উইকেট।
অভিষেকে আজ প্রথম ওভারে উইকেট পেয়েছিলেন আসিতা ফার্নান্ডো। ইবাদত ছাড়িয়ে গেলেন তাঁকেও।
শেষ ওভারে ১৭, বাংলাদেশের ১৮৩
সাইফউদ্দিন নেই। তাসকিন যেন বললেন, ‘তাতে কী!’
আসিতা ফার্নান্ডোকে টেনে ছয় মেরেছেন তিনি। স্ট্রাইক ফিরিয়ে দিয়েছেন মোসাদ্দেককে। কাভারে মিসফিল্ডের কারণে চার পাওয়া মোসাদ্দেক দারুণ এক স্ট্রেইট ড্রাইভে মারলেন আরেকটি চার। শেষ বলে ২ রানে বাংলাদেশ পৌঁছাল ১৮৩ রানে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের এটিই সর্বোচ্চ স্কোর। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এ নিয়ে দ্বিতীয়বার ১৮০ পেরোল বাংলাদেশ।
ব্যর্থ মুশফিক
আগের বল ছিল ফুললেংথে, মিস করে গিয়েছিলেন মুশফিক। পরের বলটি শর্ট অব আ লেংথে, সেখান উঠল তীক্ষ্ণভাবে। মুশফিক শুধু ব্যাট ছোঁয়াতে পেরেছেন তাতে, হয়েছেন কট বিহাইন্ড। কুশল মেন্ডিস নিলেন ইনিংসে দ্বিতীয় ক্যাচ, বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট। পরপর ২ ওভারে ২ উইকেট—দারুণভাবে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা, চাপে বাংলাদেশ।
হাসারাঙ্গার বলে বোল্ড মিরাজ
পাওয়ারপ্লে শেষ হওয়ার পর এলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সপ্তম ওভারের দ্বিতীয় বলেই মিরাজের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিলেন, তবে সাড়া দেননি আম্পায়ার আহমেদ শাহ পাক্তিন। মিরাজকে থামাতে রিভিউয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা, ব্যাটে বলে হয়নি, তবে ইমপ্যাক্টে ছিল বাইরে। রিভিউ হারিয়েছে শ্রীলঙ্কা।
তবে ২ বল পরই ফিরতে হয়েছে মিরাজকে। হাসারাঙ্গার গুগলিতে সুইপ করতে গিয়ে মিস করে গেছেন তিনি, এবার আর আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয়নি শ্রীলঙ্কাকে। ২৬ বলে ৩৮ রান করে ফিরতে হলো মিরাজকে।
আসিতার অভিষেক
শ্রীলঙ্কা দলে আছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন মাতিশা পাতিরানা। তাঁর জায়গায় অভিষেক হচ্ছে ডানহাতি পেসার আসিতা ফার্নান্ডোর।
শ্রীলঙ্কা একাদশ
দানুশকা গুনাতিলাকা, পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকসানা, আসিতা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন
আগের ম্যাচে ওপেন করা দুজন—এনামুল হক ও মোহাম্মদ নাঈমকে বাদ দিয়েছে বাংলাদেশ। দলে নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। এ তিনজনের বদলে দলে এসেছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।