সবার অনুরোধে সুনেরাহকে যে কাজটি করতে হচ্ছে
ভাদ্রের কাঠফাটা গরম। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলিসিয়াস। কখনও ৩৮ ডিগ্রিতেও ওঠে। এমন কাঠফাটা গরমে দুপুর পর্যন্ত ঘুমাচ্ছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। ফোন করতেই ঘুম জড়ানো কণ্ঠে সুনেরাহ্ বললেন, মাত্র উঠলাম। এত বেলা পর্যন্ত ঘুম! রাতে ঘুমান না? সুনেরাহ্ বললেন, 'রাতে কাজ করি। আমি শুধু অভিনয়ই করি না। চাকরিও করি। দিনের বেলায় তো নানা ব্যস্ততায় কাজ করা হয় না। তাই রাতের নিরিবিলিতে ব্যক্তিগত নানা কাজ করা হয়। ভোরে ঘুমাই।'
এদিকে সুনেরাহ্ দুপুর পর্যন্ত ঘুমুচ্ছেন, অন্যদিকে তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'মশারি' বিশ্বব্যাপী ঘুরছে। সাফল্যের খবর দিচ্ছে। এরই মধ্যে নুহাশ হুমায়ূন পরিচালিত 'মশারি' যুক্তরাষ্ট্রের হলিশর্টস ফিল্ম উৎসবে সেরা হরর সিনেমার পুরস্কার জয় করেছে। নিজের অভিনয়ের এই সাফল্যে কেমন লাগছে জানতে চাইলে সুনেরাহ্ বললেন, 'নির্মাণের পর ছবিটি বিশ্বের যেখানেই গেছে, সব জায়গা থেকে সম্মান বয়ে এনেছে। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা নিঃসন্দেহে অনেক গৌরবের। খবরটি জানার পর নুহাশের সঙ্গে কথা হয়। তিনি জানান, সেখানে নাকি আমার অভিনয়েরও প্রশংসা করা হচ্ছে। এসব তো ভীষণ অনুপ্রেরণার।'