ড্রোন ক্যামেরা ফোন নিয়ে আসছে ভিভো
এবার স্মার্ট ফোনের মধ্য থেকে বের হয়ে আসবে উড়ন্ত ক্যামেরা। সম্প্রতি স্মার্টফোন নির্মাতা ভিভো এ ধরনের ফোন তৈরির ঘোষণা দিয়েছে। সব কিছু ঠিক থাকলে ভিভোর ফ্লাইং ড্রোন ক্যামেরা ফোনটি চলতি বছরই বাজারে আসছে, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
২০০এমপি সেন্সর যুক্ত ও ফাইভ জি প্রযুক্তির ফোনটি নিয়ে এরমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে, এ ধরনের ফোন বাজারে এলে স্মার্টফোনের চিরাচরিত রূপ বদলে যাবে।
যদিও প্রতি বছর ভিভো তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বাজেটের মধ্যে রাখার চেষ্টা করে। তবে ফ্লাইং ড্রোন ক্যামেরা ফোনটি হবে প্রতিষ্ঠানটির অন্যতম দামি ফোনগুলোর একটি।
ভিভো ফ্লাইং ড্রোন ক্যামেরায় যেসব ফিচার থাকছে
ধারণা করা হচ্ছে ফোনটি ওয়ান ক্যামেরার স্মার্টফোন হবে। এতে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। যদিও এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ নিয়ে তেমন কিছুই বলা হয়নি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- ড্রোন ক্যামেরা
- ভিভো