কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইফোন ১৪: যা থাকছে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৫

আইফোন ১৪ উন্মোচিত হতে আর খুব বেশি দিন বাকি নেই। সেপ্টেম্বরের ৭ তারিখে ফোনটি উন্মোচিত হওয়ার কথা থাকলেও এটি আরও এক সপ্তাহ পিছিয়ে এ মাসেরই ১৬ তারিখে করা হয়েছে। আর প্রি অর্ডার নেওয়া শুরু হবে ৯ তারিখ থেকে। প্রতি বছরই নতুন আইফোনে থাকে নানা রকমের আপডেট। কোনও কোনও বছর থাকে বড় রকমের পরিবর্তন। সংযোজন আর বিয়োজনের এই বিবর্তনে প্রতি বছরই এটি স্থান করে আছে বিশ্বের সেরাতম ফোনের তালিকায়। কি কি পরিবর্তন থাকছে এবারের আইফোনে? ম্যাকরিউমরের বরাতে দেখে নেওয়া যাক এবারের আইফোন ১৪তে বড় কোনও পরিবর্তনগুলো থাকছে।


এবারের আইফোন ১৪-তে আকৃতির পরিবর্তন থাকছে। ৫.৪ ইঞ্চি সাইজের মিনি আইফোনের জনপ্রিয়তা ক্রমাগত কমতে থাকায় এবার এই আকৃতির ফোনটি আর থাকছে না। অন্যান্য সাইজের আইফোনগুলো থাকবে। আইফোনে ফেস আইডি’র ব্যবহার শুরু হয়েছিল ২০১৭ সালে। এ বছর সেখানেও কিছু পরিবর্তন আসছে। আইফোন ১৪ প্রো মডেলগুলোতে সম্ভবত থাকছে না ফেস আইডি। অন্যান্য মডেলে এটি থাকার কথা।


আইফোন ১৪-এর মডেলগুলোতে এ১৫ চিপ থাকার কথা। সেখানে আইফোন প্রো মডেলে ব্যবহার করা হবে এ১৬ চিপ। এছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৬৫ চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এটি একটি দ্রুতগতির ১০-গিগাবিট ৫জি মডেম যার রয়েছে দ্রুতগতির কানেক্টিভিটি স্পিড। এছাড়াও এক্স ৬৫ চিপের মাধ্যমে আইফোন স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হতে পারে। সেলুলার বা ওয়াইফাই কোনও সংযোগ যখন থাকবে না এমন সময় কোনও জরুরি পরিস্থিতিতে টেক্সট মেসেজ পরিষেবাটি ব্যবহার করা যাবে স্যাটেলাইটের মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও